Wellcome to National Portal
টেলিযোগাযোগ অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ জুন ২০২৪

মহাপরিচালক মহোদয়ের জীবন বৃত্তান্ত

জনাব এ. কে. এম. হাবিবুর রহমান

মহাপরিচালক, টেলিযোগাযোগ অধিদপ্তর

 

জনাব এ. কে. এম. হাবিবুর রহমান ৩ জুন ২০২৪ তারিখে টেলিযোগাযোগ অধিদপ্তরে মহাপরিচালক হিসেবে যোগদান করেন এবং যোগদানের পূর্বে তিনি টেলিটক বাংলাদেশ লিমিটেড (টিবিএল) এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

 

 

তিনি ১৯৬৫ সালে গাইবান্ধায় জন্মগ্রহণ করেন। ১৯৮০ সালে রাজশাহী বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় ৬ষ্ঠ স্থান অধিকার করে এসএসসি এবং ১৯৮২ সালে স্টার মার্কসহ এইচএসসি পাস করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৮৮ সালে ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণি পেয়ে বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি অর্জন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিটিউট অফ বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ২২তম ব্যাচে সর্বোচ্চ সিজিপিএ নিয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

 

 

১৯৯১ সালে বিসিএস ৯ম ব্যাচে টেলিযোগাযোগ ক্যাডারে সহকারী বিভাগীয় প্রকৌশলী হিসেবে বিটিটিবিতে যোগদান করেন। পিএটিসিতে অনুষ্ঠিত বিসিএস ক্যাডারের ৯ম বুনিয়াদি প্রশিক্ষণে ১০টি ক্যাডারের মধ্যে প্রথম স্থান অধিকার করে 'রেকটর মেডেল' প্রাপ্ত হন।

 

 

২০১৩ সালে সরকারি চাকরি থেকে লিয়েন নিয়ে বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রকল্পে কনসালটেন্ট হিসেবে ২০১৮ সাল পর্যন্ত কাজ করে চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন) প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

 

 

তিনি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স, আইবিএ এলামনাই অ্যাসোসিয়েশন, বুয়েট ৮৮ ক্লাব, অফিসার্স ক্লাব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য।কর্মজীবনে তিনি যুক্তরাষ্ট্র,  যুক্তরাজ্য, জাপান, ফ্রান্স, স্পেন, ডেনমার্ক,  ফিনল্যান্ড,  সুইডেন, নরওয়ে, দক্ষিণ কোরিয়া, ইতালি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চীন, ভারত, ফিলিপাইন, ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া,  থাইল্যান্ড প্রভৃতি দেশে প্রশিক্ষণ গ্রহণ ও সেমিনার/ কনফারেন্সে অংশগ্রহণ করেছেন।