ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রজ্ঞাপন নং ১৪.০০.০০০০.০০৮-১২.০৩৪.২৪.১১ তারিখ:১৬/০২/২০২৫ খ্রিঃ এব মাধ্যমে টেলিযোগাযোগ অধিদপ্তরের বিসিএস (টেলিযোগাযোগ) ক্যাডারের পরিচালক/পরিচালক(ইঞ্জঃ) পদের কর্মকর্তাগণকে তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদে প্রেষণে বদলিপূর্বক পদায়ন করায় টেলিযোগাযোগ অধিদপ্তর হতে বিমুক্ত করণ আদেশ।